ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: পাক তারকা আফ্রিদি

২০২৫ জানুয়ারি ০১ ১৫:২৭:৪৩
বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: পাক তারকা আফ্রিদি

ডুয়া নিউজ: বিশ্ব ক্রিকেটে অতি পরিচিত নাম শহীদ আফ্রিদি। ক্যারিয়ারে একাধিক অর্জনের পাশাপাশি অনেক ভক্ত-অনুরাগীও তৈরি করেছেন তিনি। পাকিস্তানি কিংবদন্তি এই অলরাউন্ডার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিপিএলে চিটাগাং কিংসের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভূমিকা পালন করছেন তিনি।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের প্রথম ম্যাচে আফ্রিদি মাঠে উপস্থিত ছিলেন। যদিও খুলনা টাইগার্সের বিপক্ষে তার দল হেরেছে।

এদিকে মিরপুরে ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া এক মন্তব্যে তিনি বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছেন। শহীদ আফ্রিদি বলেন, ‘আমি সব সময়ই বলি– বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই আমি দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। আমিও বাংলাদেশ থেকে অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে এবং ভিন্ন ভিন্ন ফ্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনও উপভোগ করছি।’

এরপর নিজেদের হারের কারণ জানিয়ে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘খুবই সহজ। শুধু সমর্থন দেওয়া ও ছেলেদের অনুপ্রেরণা দেওয়া। এটি খুবই সহজ কাজ। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ। কিন্তু আমরা সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয় আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ।’

প্রসঙ্গত, গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যঅচে ৩৭ রানে হেরেছে চিটাগাং কিংস। উইলিয়াম বসিস্টোর ৭৫ এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ৫৯ রানে ভর করে ২০৩ রানের বড় সংগ্রহ গড়ে খুলনা টাইগার্স। জবাবে চট্টগ্রামের শামীম পাটোয়ারী আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ফলে শামীমের ৭৮ রানের পরও ১৬৬ রানে অলআউট হয়ে যায় ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দল চিটাগাং কিংস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে