ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ড

২০২৪ ডিসেম্বর ৩১ ১৮:৪৯:৫৯
বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ড

ডুয়া নিউজ: বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গঠিত উচ্চপর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হয়েছে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী রিপোর্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে