ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নিউইয়র্ক প্রেস ক্লাবের বর্ষসেরার স্বীকৃতি পেলেন ঢাবির আবদুল আউয়াল

২০২৪ ডিসেম্বর ০৬ ০৭:৩৩:০৫
নিউইয়র্ক প্রেস ক্লাবের বর্ষসেরার স্বীকৃতি পেলেন ঢাবির আবদুল আউয়াল

ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্নাতকোত্তর শিক্ষার্থী আবদুল আউয়াল মিন্টু।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা বিশ্লেষণভিত্তিক গবেষণাপত্র, প্রকাশনা ও নিবন্ধে তার অসাধারণ অবদানের জন্য মিন্টুকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্প্রতি নিউইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার এবং আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের (এবিপিসি) শীর্ষ কর্মকর্তারা তাকে সম্মানসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

মিন্টু দীর্ঘদিন ধরে গবেষণার সঙ্গে জড়িত। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা বিশ্লেষণের উপর তার বেশ কয়েকটি গবেষণাপত্র মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জার্নালে প্রকাশিত হয়েছে।

এসব গবেষণায় তিনি তুলে ধরেছেন কীভাবে এআই প্রযুক্তিকে মিডিয়া এবং সাংবাদিকতার প্রচলিত পদ্ধতি পরিবর্তন করতে এবং এটিকে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করতে ব্যবহার করা যেতে পারে।

এ ছাড়া তথ্য বিশ্লেষণের মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্য কীভাবে যাচাই করা যায় সে বিষয়ে প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবদুল আউয়াল মিন্টু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই নর্থ আমেরিকার ব্যুরো প্রধান মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রেজওয়ানা এলভিস এবং বিডি ইয়র্ক সম্পাদক শাহ ফারুক।

বাংলাদেশি বংশোদ্ভূত পেশাদার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং নিউইয়র্কের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে