ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিপিএলে বিশ্বরেকর্ড; ১ বলে ১৫ রান!

২০২৪ ডিসেম্বর ৩১ ১৬:০৩:২৯

ডুয়া ডেস্ক: চলমান বিপিএলে অন্যরকম বিশ্বরেকর্ডের সৃষ্টি হয়েছে। আজ বিপিএলের দ্বিতীয় দিনে খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যে শুরু হয় টুর্নমেন্টেতদের প্রথম ম্যাচ। এদিন খুলনার দেওয়া ২০৪ রানের বড় টার্গেট ছিল চট্টগ্রামের সামনে। পাওয়ার প্লে সুযোগ কাজে লাগাতে প্রথম থেকেই রান বাড়িয়ে নিতে হতো চট্টগ্রামকে। রান তাড়ায় চট্টগ্রামের দারুণ এক শুরু দরকার ছিলো। এক বলে ১৫ রান দিয়ে সেই সুযোগই করে দিয়েছিলেন বোলার ওশান থমাসের কল্যাণে। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই ১৫ রান দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

ইনিংসের প্রথম বলেই আউট হন চিটাগং কিংসের ওপেনার নাইম শেখ। তবে নো বল হওয়ায় সে যাত্রায় বেঁচে গিয়েছেন। শেষ পর্যন্ত সেই বলেই উঠল ১৫ রান। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ডও দেখল বিপিএল।

নাইম ইসলামের বিপক্ষে ওশান থমাস ইনিংসের প্রথম বলেই ক্যাচ লুফে নেন তিনি। আম্পায়ারের কলে সেটা ছিল নো বল। ফ্রি-হিটের পরের বলে ছিল ডট। সেটা ছিল লিগ্যাল ডেলিভারি। এরপরেই আসে ওশান থমাসের লিগ্যাল ডেলিভারির জন্য লম্বা সংগ্রাম। নো বলে ৬ রান হজম করেছেন। এরপর দুই ওয়াইড বল। পরের নো বলে হজম করেছেন ৪ রান। ততক্ষণে চলে এসেছে ১৪ রান। স্কোরবোর্ডে ১ বলের পাশে ১৫ রান।

শেষ পর্যন্ত বৈধ বল ওশান থমাস করেছেন। সেটায় ছিল ডট। তারপর ফের একটা নো-বল। সেই বলেও ক্যাচ হয়েছিলেন নাইম। দ্বিতীয়বার জীবন পান ওই এক ওভারেই। ফ্রি-হিটের পর অবশ্য নিজেকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ভারতের এই ওপেনার। অবশ্য সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে আর ১টা ছিল ছক্কার মার।

এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর ম্যাচে ১ বলে ১৪ রান তুলেছিলেন ওশান থমাস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে