ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

লোকে লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা

২০২৪ ডিসেম্বর ৩১ ১৫:৩৩:৫৩
লোকে লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা

ঢাবি প্রতিনিধি: ছাত্র-জনতার বিপুল অংশগ্রহণে লোকে লোকারণ্য রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল তিনটায় সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেলের সামনের চত্বর ছাত্র-জনতার অংশগ্রহণে পরিপূর্ণ। আজ মঙ্গলবার ভোর থেকে তারা শহীদ মিনারের দিকে আসা শুরু করেন ছাত্র-জনতা।

দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে দ্রুত ঘোষণাপত্র জারি , দ্রুত সংস্কার কার্যক্রম , অপরাধীদের বিচারসহ নানা দাবি জানানো হবে বলে জানানো হয়েছে।

সমাবেশ সূত্রে জানা গেছে, শহীদ মিনারে আজ ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে