ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২০২৪ ডিসেম্বর ৩১ ১৫:২৯:৪৮
ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ডুয়া নিউজ: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রতিক এক সমীক্ষায় 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) নামের একটি বেসরকারি সংস্থার মতে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫ লাখ টাকা।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু সর্বাধিক সম্পত্তির অধিকারী, যার সম্পত্তির মূল্য ৯৩১ কোটি টাকারও বেশি।

এর পরেই রয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু, যার সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকার বেশি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৫১ কোটি টাকার সম্পত্তির অধিকারী।

এছাড়া, জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দ্বিতীয় 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, যার মোট সম্পত্তি ৫৫ লাখ টাকা।

প্রতিবেদনটি আরও জানায়, ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ টাকা।

ভারতের ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয়ের গড় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা হলেও, মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা, যা দেশের মাথাপিছু আয়ের তুলনায় প্রায় সাড়ে সাত গুণ বেশি।

এই তথ্যটি দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাকরণে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ প্রদান করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে