ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

‘থার্টি ফার্স্ট নাইট’ নিয়ে শায়খ আহমাদুল্লাহর পোস্ট

২০২৪ ডিসেম্বর ৩১ ১৫:২০:৫৪
‘থার্টি ফার্স্ট নাইট’ নিয়ে শায়খ আহমাদুল্লাহর পোস্ট

ডুয়া নিউজ: ইসলামী আলোচক ও গবেষক শায়খ আহমাদুল্লাহ থার্টি ফার্স্ট নাইট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারীরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত। অথচ আজকের বিজ্ঞানমনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী।

শায়খ আহমাদুল্লাহ বলেন, থার্টি ফার্স্ট নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়। এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা।

ইসলামী এ চিন্তাবিদ সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, যদি কেউ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উন্মাদনা বজায় রাখার চেষ্টা করে, তবে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সেই উন্মাদনা বন্ধ করতে এগিয়ে আসা উচিত।

শায়খ আহমাদুল্লাহয়ের মন্তব্যে একটি সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতাও স্পষ্ট হয়েছে। তিনি নতুন বছরের উদযাপনকে সামাজিক ও পরিবেশগত প্রেক্ষাপটে নিয়ে যেতে চান।

তিনি বলেন, নববর্ষ যদি আনন্দের উৎসব হয়, তবে পুরনো বছরের বিদায় বেদনাবোধের কারণ হওয়া উচিত, এবং শহরের যুবকদের সচেতন করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন।

এই পোস্টের মাধ্যমে তিনি একটি সংস্কৃতি ও উৎসবের প্রতি সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে আলোচনা তৈরির চেষ্টা করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে