ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

২০২৪ ডিসেম্বর ৩১ ১৪:৫৩:২৮
রাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ডুয়া নিউজ: ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। আজ ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত মোট ২৭ ঘণ্টার জন্য বহাল থাকবে এ নিষেধাজ্ঞা।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাবি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

এতে বলা হয়, ‘৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি (বুধবার) রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) চত্বরে পিঠার দোকানও ৩১ ডিসেম্বর সারা দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।’

এর আগে ৩০ ডিসেম্বর সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়) দুজন শিক্ষার্থীকে রাবি ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে প্রক্টরিয়াল টিমের জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। এদিন রাতেই দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে রাবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতেই এ ধরনের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় সুশৃঙ্খল, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতাও কামনা করে রাবি প্রশাসন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে