ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুর্বল ছয় ব্যাংকের এলসিতে শতভাগ মার্জিন রাখার বিধান প্রত্যাহার

২০২৪ ডিসেম্বর ০৬ ০৭:১২:০৮
দুর্বল ছয় ব্যাংকের এলসিতে শতভাগ মার্জিন রাখার বিধান প্রত্যাহার

ডুয়া নিউজ: এস আলম গ্রুপের দখলে থাকা দুর্বল ছয়টি ব্যাংকের এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন নেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নিয়ে এলসি বা বিনিয়োগপত্র খুলতে পারবে। একই সঙ্গে আসন্ন রোজা উপলক্ষ্যে ১১ ধরনের নিত্যপণ্য আমদানিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম মার্জিন নিয়ে এলসি খুলতে পারবে।

তবে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের আগের সার্কুলার অনুযায়ী অন্য ব্যাংকের মতো ১৪ ধরনের বিলাসী পণ্য আমদানিতে শতভাগ মার্জিন নিয়ে এলসি খুলতে হবে।

মার্জিনের শর্ত প্রত্যাহার প্রসংগে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছয়টি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে আলাদাভাবে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ওইসব ব্যাংকের তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে আরোপিত এলসি মার্জিন নেওয়ার বিষয়ে আরোপিত বিধি নিষেধ প্রত্যাহার করা হলো।

যে ছয়টি ব্যাংকে এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল সেগুলোর সবকটিই ২০১৭ সাল থেকে এস আলম গ্রুপ দখল করে লুটপাট করা করেছে। ফলে ব্যাংকগুলো দুর্বল হয়েছে। তারল্য সংকট প্রকট আকার ধারন করেছে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে এ ছয়টি বাণিজ্যিক ব্যাংকে টাকা ছাপিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকা তারল্যের জোগান দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতেও ওই ব্যাংকগুলোকে অন্য শক্তিশালী বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে তারল্যের জোগান দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে