ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

২০২৪ ডিসেম্বর ৩১ ১৩:৪৪:১৮
শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

ঢাবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে তারা শহীদ মিনারের দিকে যাওয়া শুরু করেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্য ও 'মার্চ ফর ইউনিটি'-এর সমাবেশের সংগঠক মোল্লা ফারুক এহসান বলেন, ‘আজ একটা সফল সমাবেশ হবে। মানুষের যথেষ্ট আগ্রহ আছে।’

দুপুর পর্যন্ত প্রায় এক হাজার বাস ঢাকায় এসেছে বলেন তিনি। বাসগুলো পুরাতন বাণিজ্য মেলায় রাখা হয়েছে বলে জানান। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলা করা হয়েছে বলে জানান মোল্লা ফারুক এহসান। এ ঘটনার নিন্দা জানান তিনি।

সমাবেশ থেকে দ্রুত ঘোষণাপত্র জারি , দ্রুত সংস্কার কার্যক্রম , অপরাধীদের বিচারসহ নানা দাবি জানানো হবে বলে জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে