ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রধান উপদেষ্টাকে ভারতের মুসলিম নেতাদের চিঠি

২০২৪ ডিসেম্বর ০৫ ২২:৫৮:৫৮
প্রধান উপদেষ্টাকে ভারতের মুসলিম নেতাদের চিঠি

ডুয়া নিউজ: ভারতের বেশ কিছু মুসলিম নেতা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে হতাশা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, বুধবার (০৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের সাবেক মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, দিল্লির সাবেক লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জমির উদ্দিন শাহ, সাবেক লোকসভা সদস্য শাহিদ সিদ্দিকি এবং শিল্পপতি সাঈদ শেরভানি।

চিঠিতে তার বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি নির্যাতনের ঘটনা ভারতীয় মুসলিমদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা এ ধরনের আচরণে হতাশ, যা স্পষ্টতই ধর্মীয় নীতির পরিপন্থী। তারা বলেন, আমরা সত্যিকার অর্থে আশা করি, বাংলাদেশ সরকার সব ধরনের সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে