ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

আজ বন্ধ থাকবে ব্যাংকের সকল লেনদেন

২০২৪ ডিসেম্বর ৩১ ০৯:০৭:৫৬
আজ বন্ধ থাকবে ব্যাংকের সকল লেনদেন

ডুয়া নিউজ: ব্যাংক হলিডে উপলক্ষে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সকল লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

তবে ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে, যা গ্রাহকদের আর্থিক হিসাব মেলানোর জন্য ব্যবহৃত হবে।

নীতি অনুযায়ী, ব্যাংক হলিডে-এ বাংলাদেশ ব্যাংক বা অন্য কোন ব্যাংক গ্রাহকদের সাথে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালনা করে না। তবে এই সময় গ্রাহকরা কার্ড ব্যবহার করে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন।

এছাড়া, শেয়ারবাজারে শেয়ার কেনাবেচার প্রক্রিয়ায় ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন হয়ে থাকে। তাই ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই প্রধান শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না। তবে বুধবার শেয়ারবাজারে দাফতরিক কার্যক্রম যথারীতি চালু হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে