ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে সরকার, ছাত্রদের মার্চ ফর ইউনিটি

২০২৪ ডিসেম্বর ৩১ ০৮:২২:১৫
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে সরকার, ছাত্রদের মার্চ ফর ইউনিটি

ডুয়া নিউজ: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সবার ঐকমত্যের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে প্রদান করা

একইসঙ্গে আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি 'মার্চ ফর ইউনিটি' নামে ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার মধ্যরাতে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে নেতারা এসব সিদ্ধান্ত জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে যে রোববার ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান যে সরকারের পক্ষ থেকে কিছু দিনের মধ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রস্তুত করা হবে।

এই ঘোষণার প্রেক্ষিতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, “আমরা দেশের মানুষের উদ্দেশে বলছি, যদি এই প্রক্লেমেশন আমরা করতে না পারি, তাহলে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে।” তিনি আরও জানান, সরকার সম্মতি দিয়েছে বলে আমাদের শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, “আমরা গণ-অভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছিলাম। সকল রাজনৈতিক দলগুলোকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি। এই ঘোষণাপত্র হবে একটি ঐতিহাসিক দলিল।”

জরুরি সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যান্য নেতারা সংবাদ সম্মেলনে আসেন। তারা জানান, এই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অংশগ্রহণের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতি দেওয়া হবে।

আরিফ সোহেল বলেন, “বিভিন্ন বাধা সত্ত্বেও আমরা এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়নের দায়িত্ব গ্রহণ করছি।”

৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংগঠনের নেতারা দেশের সকল জনগণের কাছে আহ্বান জানিয়েছেন যাতে সকল শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে এসে অংশগ্রহণ করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে