ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি দিবে ঢাবি অ্যালামনাই

২০২৪ ডিসেম্বর ৩০ ২২:০৯:২৬
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি দিবে ঢাবি অ্যালামনাই

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।

শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ডুয়া নিউজ পোর্টাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আব্দুল বারী ড্যানী বলেন, আমরা নানা উদ্যোগ নিয়েছি, ‘গ্রীণ ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ গঠনের উদ্যোগ নিয়েছি। শীতার্তদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছি। তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্বরণে একটি স্মৃতি কর্ণার স্থাপনে অংশগ্রহণের পরিকল্পনাও আমাদের রয়েছে ।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আগে আড়াই হাজার টাকা করে বৃত্তি দেয়া হতো, আমরা সিদ্ধান্ত নিয়েছি তিন হাজার টাকা করে বৃত্তি দেব। এছাড়া, বৃত্তি দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা ৩৫০ থেকে বৃদ্ধি করে ১০০০-১২০০ করারও আমরা উদ্যোগ গ্রহণ করছি।

এর আগে ‘ঢাবি অ্যালামনাই নিউজ‘ পোর্টাল ‘duaa-news.com’ এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে