ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সকল চাকরির পরীক্ষার নাম্বারসহ ফলাফল প্রকাশের দাবিতে ঢাবিতে মানববন্ধন

২০২৪ ডিসেম্বর ৩০ ১৮:৩৮:২৬
সকল চাকরির পরীক্ষার নাম্বারসহ ফলাফল প্রকাশের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি: কোটা সংস্কার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পিএসসির তত্ত্বাবধানে সকল চাকরিতে নিয়োগ, প্রতিটি নিয়োগ পরীক্ষার নাম্বার সহ ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ ৩০ ডিসেম্বর(২০২৪) খ্রিষ্টাব্দ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ, ঢাবি শিক্ষার্থী রাকিব, নূরুল আবসার, মামুন, আল আমিন মিরা,আব্দুল ওয়াহিদ, মহি উদ্দিন,মোহাম্মদ রফিকুল ইসলাম, আসাদ প্রমুখ।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ বলেন, "সকল সরকারি চাকরির পরীক্ষায় প্রিলি, রিটেন ও ভাইবার নাম্বার সহ ফলাফল প্রকাশ করলে অনিয়ম, দূর্নীতি ও গোঁজামিলের সুযোগ থাকবে না। এতে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীরা চাকরি পাবে।"

তিনি এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোটা সংস্কার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও পিএসসির তত্ত্বাবধানে সকল চাকরির পরীক্ষা আয়োজনের দাবি জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে