ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে ৩ শিক্ষার্থী

২০২৪ ডিসেম্বর ৩০ ১৮:০০:৫১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে ৩ শিক্ষার্থী

ডুয়া নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আইন অনুষদের নিজস্ব ভবনের দাবিসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টারও অধিক সময় ধরে আমরণ অনশন করছে তিন শিক্ষার্থী। দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মসূচিতে অটল থাকার সিদ্ধান্ত জানিয়েছে অনশনে বসা শিক্ষার্থীরা।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে আমরণ অনশনে বসেন তারা।

অনশনরতরা হলেন- আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা ও একই ব্যাচের শিক্ষার্থী রফা রওনাক।

তাদের দাবিগুলো হলো- আইন অনুষদের ৪৯তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের ফলাফল পুনর্মূল্যায়ন, ভর্তি পরীক্ষায় আইন অনুষদের জন্য পূর্বের মতো আলাদা ইউনিট করা এবং স্থায়ী ভবন বরাদ্দ করা।

অনশনরতরা জানান, জাবি আইন অনুষদের প্রায় ১৪ বছর হলেও মাত্র ১টি ক্লাসরুম দিয়ে চলছে শ্রেণি কার্যক্রম। গত ১১ আগস্ট থেকে ভবনের দাবীতে আন্দোলন ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুষ্পষ্ট সিদ্ধান্ত তারা পান নি। ভবনের বিষয় সুষ্পষ্ট লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা অনশন করে যাবেন।

তারা আরও জানান, ‘গত ১৪ বছর প্রশাসন আমাদেরকে আশ্বাস ছাড়া আর কিছুই দেয়নি। সেজন্য, কারো আশ্বাস নয় বরং কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হলেই তারা অনশন ভাঙবেন। বর্তমান প্রশাসন কিছু গুনগত পরিবর্তনের কথা বললেও তারা পালিয়ে যাওয়া প্রশাসনের পথেই হাঁটছে বলে মনে হচ্ছে।’

পরে রবিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তাদের সকল দাবী তারা মেনে নিয়েছেন। তবে ভবনের বিষয় কোনো সিদ্ধান্ত এখন জানানো সম্ভব নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলেছি। কনভিন্স করার চেষ্টা করেছি। আগের কোনো প্রশাসনই আইন ও বিচার বিভাগকে গুরুত্ব দিয়ে দেখেনি কিন্তু আমরা দেখছি। আমাদেরকে আজকের সিন্ডিকেট মিটিং পর্যন্ত যাতে তারা সময় দেন সেটা বলেছি কিন্তু তারা সেই সময়টুকুও আমাদের দিচ্ছেন না।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে