ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ঢাবি অ্যালামনাইয়ের সভাপতি আলম, সম্পাদক রুহুল

২০২৪ নভেম্বর ৩০ ০৭:০২:২৯
যুক্তরাষ্ট্রে ঢাবি অ্যালামনাইয়ের সভাপতি আলম, সম্পাদক রুহুল

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর ২০২৫-২৬ মেয়াদে সভাপতি হয়েছেন এম এস আলম; আর রুহুল আমিন সরকার হয়েছেন সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জ্যামাইকার একটি পার্টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটি উপস্থাপন করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট দেওয়ান মহিউদ্দিন ও আব্দুল মতিন, সহকারী সাধারণ সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ হানিফ মজুমদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল মোর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুন্নাহার নুপুর, দপ্তর সম্পাদক লিয়াকত আলী, প্রচার ও গবেষণা সম্পাদক আলমগীর শরিফ, তথ্যপ্রযুক্তি ও সামাজিক মিডিয়া সম্পাদক ইশতিয়াক ফিরোজ।

নির্বাহী সদস্যরা হলেন- শামসুদ্দিন গাজী, আজহার আলী খান, সাইফুল ইসলাম ভূইয়া, সুশীল সিনহা ও বেলাল মাহমুদ।

সেখানেই সভাপতিমণ্ডলীর সদস্যদের নামও ঘোষণা করা হয়। তারা হলেন- সাঈদা আকতার লিলি, মোহাম্মদ হোসেন খান, স্বপন কে বড়ুয়া, আবুল আজাদ তালুকদার, মোহাম্মদ তাজুল ইসলাম ও মোল্লা মনিরুজ্জামান।

কমিটি ঘোষণার সময় নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী ও আরিফ উপস্থিত ছিলেন।

মনির/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে