ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পারিবারিক বন্ধন সুসংহত করতে ওমানে কঠোর আইন, না মানলে জেল জরিমানা

২০২৪ ডিসেম্বর ২৯ ২০:৫৪:১৮
পারিবারিক বন্ধন সুসংহত করতে ওমানে কঠোর আইন, না মানলে জেল জরিমানা

ডুয়া ডেস্ক : পারিবারিক বন্ধন সুসংহত করতে নতুন কঠোর আইন কার্যকর করা হয়েছে ওমানে। দেশটির পেনাল কোডের ২৭৯ ধারা অনুযায়ী, নির্ভরশীল শিশু বা বয়স্ক পিতামাতাকে আর্থিক সহায়তা প্রদানে ব্যর্থ হলে অভিযুক্ত ব্যক্তিকে জেল কিংবা জরিমানা গুনতে হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

নতুন আইন অনুযায়ী, পিতামাতা বা পরিবারের অন্য সদস্যদের অবহেলা করলে ১০ দিন থেকে তিন মাস পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ ৫০০ ওমানি রিয়াল জরিমানার শাস্তি হতে পারে।

এই আইন বিশেষভাবে প্রযোজ্য তাদের জন্য যারা সন্তানদের অবহেলা করে কিংবা দায়িত্ব ছেড়ে চলে যায়। একইভাবে, সন্তানরা যদি তাদের পিতামাতার দেখাশোনায় অবহেলা করে, তাদের ক্ষেত্রেও একই শাস্তি কার্যকর হবে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনো বাবা সন্তানের দায়িত্ব পালন না করেন এবং মা আর্থিকভাবে স্বচ্ছল হন, তবে মাকেই দায়িত্ব নিতে হবে। এ আইন সামাজিক বিভাজন রোধ এবং পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন আইন বিশেষজ্ঞরা।

এই উদ্যোগ ওমানের সামাজিক কাঠামো মজবুত করতে এবং পরিবারের প্রতি দায়িত্ববোধ বাড়াতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে