ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফের শাহবাগ অবরোধ ট্রেইনি চিকিৎসকদের

২০২৪ ডিসেম্বর ২৯ ১৩:১২:৪১
ফের শাহবাগ অবরোধ ট্রেইনি চিকিৎসকদের

ডুয়া নিউজ: ফের রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগে অবস্থান নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা। ভাতা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে আজ রবিবার (২৯ ডিসেম্বর) শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এ সময় তাদের হাতে দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, সাড়ে ১১টার দিকে ট্রেইনি চিকিৎসকরা রাস্তায় নেমে আসেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, এর আগেও ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিল ট্রেইনি চিকিৎসকরা। সে সময় ২১ ডিসেম্বর পর্যন্ত ভাতা বাড়াতে সময় বেঁধে দিয়েছিলেন তারা। যদি দাবি না মানা হয়, তাহলে দেশের পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা (২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার) বাড়িয়ে দেয়। তবে ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৫০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে