ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যাত্রীবাহী বিমান বিধ্বস্ত; ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত

২০২৪ ডিসেম্বর ২৯ ১৩:০৫:২৪
যাত্রীবাহী বিমান বিধ্বস্ত; ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত

ডুয়া ডেস্ক: ১৮১ জন আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে। বাকি দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বিবিসি, দ্য গার্ডিয়ান, আল জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমে একই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, বিমানটিতে ১৮১ জন আরোহীর মধ্যে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। থাইল্যান্ড থেকে ফিরছিলো বিমানটি। তবে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে ফ্লাইটটি বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দুর্ঘটনায় ১৭৯ জন আরোহী নিহত হয়েছেন। বাকি দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ-পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময়। ধরণা করা হচ্ছে, ‘পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে’ দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে টুইন-ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে। এর পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠেতে দেখা যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে