ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ ৩১ ডিসেম্বর

২০২৪ ডিসেম্বর ২৯ ১১:৪০:০২
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ ৩১ ডিসেম্বর

ডুয়া নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ৩১ ডিসেম্বর। এ নিয়ে শুরু হয় জল্পনা। তবে জানা গেলো এর প্রকৃত রহস্য। আগামী ৩১ ডিসেম্বর ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে। সেদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এটি পাঠ করা হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এই ঘোষণাপত্র কে পাঠ করবেন এবং কি কি থাকছে সেটি এখনো জানা যায়নি।

এ বিষয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ৩১ ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ ঘোষণা করা হবে। এটি গণঅভ্যুত্থানের একটি দালিলিক প্রমাণ। কোটা আন্দোলন থেকে কীভাবে গণঅভ্যুত্থান হয়েছে, কেন মানুষ জীবন দিয়েছে সবকিছু উঠে আসবে এ ঘোষণাপত্রে। এছাড়া প্রোক্লেমেশন অব রিপাবলিকও ঘোষণা করা হবে বলে জানান তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে