ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিম্নমানের কাগজে পাঠ্যবই, ৭ লাখ কপি বাতিল

২০২৪ ডিসেম্বর ২৯ ০৭:০৮:২৮
নিম্নমানের কাগজে পাঠ্যবই, ৭ লাখ কপি বাতিল

ডুয়া নিউজ: জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর লক্ষ্যে ১১৬টি মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এবারের বইয়ের মান নিয়ে কোনো আপস না করার প্রতিশ্রুতির কারণে এই ১১৬টি প্রেস একত্রিত হয়ে সিন্ডিকেট গঠন করেছে। ফলে প্রায় ৪০ শতাংশ টেন্ডারে একজনের বেশি টেন্ডার জমা পড়েনি।

এই সিন্ডিকেটের ফলে বইয়ের মূল্য ১৬ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবুও কিছু ছাপাখানা আশ্রয় নিচ্ছে নিম্নমানের কাগজ ব্যবহার করে পাঠ্যবই ছাপানোর জন্য।

এনসিটিবি ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিদর্শনে নিম্নমানের কাগজে ছাপানো বই শনাক্ত করা হয়েছে; কিছু বইয়ের বাইন্ডিংও সঠিক নেই। এমনকি কিছু বইয়ের কাগজের বাস্টিং ফ্যাক্টর কম হওয়ায় সামনের ও পেছনের মলাট খুলে যাচ্ছে। এর ফলে ৭ লক্ষাধিক নিম্নমানের পাঠ্যবই এবং বইয়ের ফর্মা কেটে বিনষ্ট করা হয়েছে।

এনসিটিবির একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার মানসম্মত বই সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বইয়ের মান তদারকি করতে দুটি তৃতীয় পক্ষের ইন্সপেকশন এজেন্সি নিয়োগ দেওয়া হয়েছে এবং সরকারী গোয়েন্দা সংস্থাগুলোও এ বিষয়ে কাজ করছে।

শিক্ষা মন্ত্রণালয় ঢাকার নতুন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫০ শিক্ষককে মাঠে দায়িত্ব দিয়েছে, যারা মুদ্রণ প্রতিষ্ঠানের কাগজ সরবরাহ, টেস্টিং রিপোর্ট, বই ছাপার কার্যক্রম এবং সরবরাহ প্রতিবেদন নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন।

এখন পর্যন্ত ৪০ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৮৪১টি পাঠ্যবই ছাপানোর কাজ চলছে এবং এই বছর কাগজের পুরুত্ব ও উজ্জ্বলতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, বার্স্টিং ফ্যাক্টরও নির্ধারণ করা হয়েছে, যা নিশ্চিত করে যে, নিম্নমানের পাঠ্যবই ছাপিয়ে যাওয়ার সুযোগ নেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে