ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গণঅভ্যুত্থানের প্যাভিলিয়ন

২০২৪ ডিসেম্বর ২৮ ১৮:৪০:৪১
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গণঅভ্যুত্থানের প্যাভিলিয়ন

ডুয়া নিউজ: নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলায় অনেক নতুনত্ব দেখা যাবে। বিশেষভাবে জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে তুলে ধরতে একটি বিশেষ প্যাভিলিয়ন থাকবে। ক্রেতা ও দর্শনার্থীদের জন্য টিকিট কেনা এবং যাতায়াতে নতুন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ শুরু হবে ১ জানুয়ারি এবং পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে, যেটি গত কয়েক বছর ধরে মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এবারের মেলায় দেশ-বিদেশ মিলে মোট ৩৬২টি স্টল থাকবে, যা ১১টি প্যাভিলিয়নে বিভক্ত। সাতটি দেশ মেলায় অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে