ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবি নৃবিজ্ঞান বিভাগের ৩২বছর পূর্তি উদযাপন

২০২৪ ডিসেম্বর ০৫ ১৮:০৮:১০
ঢাবি নৃবিজ্ঞান বিভাগের ৩২বছর পূর্তি উদযাপন

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের ৩২বছর পূর্তি অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদা ইরশাদ নাসির এবং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর খুবই স্বল্প সময়ের মধ্যে এই বিভাগের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন।

তিনি বলেন, নৃবিজ্ঞানের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্র অনেক বড়। শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে সমাজের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের উপায় বের করে দেশ গঠনে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে