ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

২০২৪ ডিসেম্বর ২৮ ১৭:৫৭:১৮
অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

ডুয়া নিউজ: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে দপ্তর ও সংস্থাগুলোর মাঠপর্যায়ের অফিসে ‘অগ্নি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা’ বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে যে, অগ্নিকাণ্ডের ঘটনা রোধ এবং দ্রুত নিরসনের জন্য প্রতিটি দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, দপ্তরের প্রধানদের অনুরোধ করা হয়েছে যেন তারা ভবনের নিরাপত্তা নিশ্চিত করেন, যেমন- জনচলাচল উপযোগী স্থান খোলা রাখা, সিঁড়ির চলাচল উপযোগী করা এবং অগ্নিনির্বাপন সরঞ্জাম সঠিকভাবে ব্যবহারের জন্য ব্যবস্থা নেওয়া।

এছাড়া, সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে