ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

এভারকেয়ার হাসপাতালে ঢাবি অ্যালামনাই সদস্যদের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা

২০২৪ ডিসেম্বর ২৮ ১৭:০৮:০৪
এভারকেয়ার হাসপাতালে ঢাবি অ্যালামনাই সদস্যদের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা

ডুয়া নিউজ: চেইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এভারকেয়ার হাসপাতালে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের মেডিকেল ডিসকাউন্ট সুবিধা প্রদান নিয়ে এক আলোচনা সভা আজ শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে ছিলেন সংগঠনটির সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী, সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ডা. প্রভাস চন্দ্র বিশ্বাস, গোপাল চন্দ্র দেবনাথ ও মো. তহা।

সভায় অ্যালামনাই প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় যে, বর্তমানে দেশের আরও ৫টি হাসপাতালে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই সদস্যদের স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা দিচ্ছে। হাসপাতালগুলো হলো-ল্যাবএইড, ইউনাইটেড, ইউনাইটেড হেলথ কেয়ার ধানমন্ডি, শমরিতা ও বাংলাদেশ আই হসপিটাল।

প্রতিনিধিদল জানায়, আলোচ্য হাসপাতালগুলো ঢাবি অ্যালামনাইদের স্বাস্থ্যসেবায় ১০ শতাংশ থেকে ২০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা দিচ্ছে। তারা এভারকেয়ার হাসপাতালেও একই রকম ডিসকাউন্ট সুবিধা প্রত্যাশা করেন।

প্রতিউত্তরে এভারকেয়ার হাসপাতাল কর্তপক্ষ জানায়, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইদের অভিন্ন ডিসকাউন্ট সুবিধা প্রদনের জন্য একটি প্রস্তাবনা প্রেরণ করা হবে। যাতে অন্যান্য হাসপাতালের মতো এভারকেয়ার হাসপাতালেও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই সদস্যরা ডিসকাউন্ট সুবিধা পায়।

উল্লেখ্য, বর্তমানে যে ৫টি হাসপাতালে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই সদস্যরা ডিসকাউন্ট স্বাস্থ্য সুবিধা পায়, সেগুলোর নাম নিচে দেওয়া হলো-

ল্যাবএইড হাসপাতাল

ল্যাবএইডের ৫টি ইউনিট ডুয়া’র জীবন সদস্যদের মেডিকেল ডিসকাউন্ট দিচ্ছে। যেগুলো হলো: ল্যাব-এইড জেনারেল হাসপাতাল, ল্যাব-এইড কার্ডিয়াক হাসপাতাল, ল্যাব-এইড স্পেশালাইজড হাসপাতাল ও ল্যাব-এইড ক্যানসার হাসপাতাল। হাসপাতালগুলোতে প্যাথলজিক্যাল এন্ড বায়োক্যামিস্ট্রি টেস্টের ওপর ২৫%; এক্সরে, সিটি-স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রা-সনোগ্রাম, ইকো, ইটিটির ওপর ১০% এবং কেবিন/বেড ভাড়ার ওপর ১০% শতাংশ ডিসকাউন্ট সুবিধা রয়েছে।

ইউনাইটেড হাসপাতাল

ইউনাইটেড হাসপাতালে প্যাথলজিক্যাল টেস্টের ওপর ২০%, ডায়াগনস্টিক টেস্টের ওপর ১০% এবং কেবিন/বেড ভাড়ার ওপর ৫% ডিসকাউন্ট সুবিধা রয়েছে।

ইউনাইটেড হেলথকেয়ার, মেডিক্স

ইউনাইটেড হেলথকেয়ার, মেডিক্স ধানমন্ডি শাখায় প্যাথলজিক্যাল টেস্টের ওপর ২০% এবং ডায়াগনস্টিক টেস্টের ওপর ১০% ডিসকাউন্ট সুবিধা রয়েছে।

শমরিতা হাসপাতাল

শমরিতা হাসপাতালের ইনডোর ও আইটডোর উভয় সুবিধা রয়েছে। ইনডোর রোগীদের জন্য সব ধরনের টেস্ট ২%, সার্জিক্যাল টিম ২০%, সার্ভিস চার্জ ৫০%, কেবিন/বেড ভাড়া ২০%, সব ধরনের টেস্ট ২৫%, ইমার্জেন্সি কনসালটেশন ২০% ডিসকাউন্ট রয়েছে। আর আউটডোর রোগীদের জন্য সব ধরনের টেস্ট ১০% এবং ইমার্জেন্সি কনসালটেশন ২০% ডিসকাউন্ট রয়েছে।

বাংলাদেশ আই হাসপাতাল এন্ড ইনস্টিটিউট

বাংলাদেশ আই হাসপাতাল এন্ড ইনস্টিটিউটে কনসালটেশন ১০%, টেস্ট ১০% এবং সার্জারি ৮% ডিসকাউন্ট সুবিধা রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে আলোচ্য হাসপাতালগুলোর শাখাসমূহে বর্ণিতহারে ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে।

আলোচ্য হাসপাতালগুলোতে জীবন সদস্যদের স্পাউজ, সন্তান ও পিতা-মাতার নাম সংযুক্ত করতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়ন-ডুয়া’র অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে