ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বজনের প্রতিষ্ঠান করতে চাই: ঢাবি উপাচার্য

২০২৪ ডিসেম্বর ২৮ ১৩:১৫:৩৯
ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বজনের প্রতিষ্ঠান করতে চাই: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বজনের প্রতিষ্ঠান করতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদপ্রাঙ্গণে বণিক বার্তা এবং বাণিজ্য অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত অষ্টম ’নন ফিকশন বইমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. নিয়াজ বলেন, এটি যেকোনো বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এটা মূলত একটা সেলিব্রেশন৷ জ্ঞানের সেলিব্রেশন বা উদযাপন। এটি সমাজের জন্য অনেক দরকার। বেশিরভাগ ক্ষেত্রে এসব কাজ করার লোক কমে যাচ্ছে, ঠিক এ কারণেই এই আয়োজনের পিছনে যারা আছে তাদেরকে বিশেষ ধন্যবাদ।

তিনি আরও বলেন, এসব আয়োজন সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন করেছে৷ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বজনের প্রতিষ্ঠান করতে চাই। এসব প্রোগ্রাম আমাদের কাজ সহজ করে৷ আমরা অনেক সংকটের মধ্যে দিন কাটাই। যেকোনো বিবেচনায় এসব আয়োজন বিশ্ববিদ্যালয়ের মৌলিক লক্ষ্য অর্জনে ভূমিকা রাখে।

ঢাবি ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সীমাবদ্ধতা আছে। এর মাঝেও বুক চিতিয়ে বলতে চাই, জ্ঞান ও প্রকাশনা জগৎ সহিংস ও উগ্র ও দলান্ধ রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে ৷ এসব নোংরা রাজনীতি থেকে যেকয়টা জিনিস মুক্ত থাকতেই হবে, তার মধ্যে এটা একটা৷ যারা এই কাজটি সম্পন্ন করেছে তাদেরকে আবারও ধন্যবাদ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে