ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন নতুন আইজিপি

২০২৪ ডিসেম্বর ০৫ ১৭:১২:০১
আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন নতুন আইজিপি

ছাত্র-জনতার আন্দোলনে প্রতিটি শহীদ পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জুলাই-আগস্টে পুলিশের কর্মকাণ্ডের জন্য দুঃখও প্রকাশ করেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি নিহত পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান তিনি।

নতুন আইজিপি ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থরক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা বাড়াবাড়ি ও আইনভঙ্গ করেছেন। বাহারুল আলম বলেন, আইনি সেবাপ্রত্যাশী জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। অপরাধ সংঘটিত হলে পুলিশ কাজ করবে, তল্লাশি চালাবে।

অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে নতুন আইজিপি বলেন, ‘পুলিশ সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করলে এই বাহিনী প্রকৃত অর্থেই জনবান্ধব হয়ে উঠবে বলে বিশ্বাস করি।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে