ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাজায় ইসরায়েলি আগ্রাসনে শেষ হাসপাতালটিও বন্ধ

২০২৪ ডিসেম্বর ২৮ ১০:৪১:২৩
গাজায় ইসরায়েলি আগ্রাসনে শেষ হাসপাতালটিও বন্ধ

ডুয়া ডেস্ক: গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় নারকীয় গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গাজায় ভয়াবহ বিমান হামলা-স্থল হামলাসহ পানি, খাদ্য, বিদ্যুৎ, হাসপাতাল ও মৌলিক প্রয়োজনীয় সবকিছু সরবরাহ সীমিত করেছে দেশটি। যার ফলে অনাহারে ও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। এবার ইসরায়েলি বাহিনীর বর্বর হালায় ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতালটির কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) হাসপাতালটি বন্ধ করা ছাড়াও হাসপাতালটির কিছু অংশ আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সকালে চালানো অভিযানে উত্তর গাজার সর্বশেষ বড় স্বাস্থ্যকেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে।

এ ছাড়া কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াসহ হাসপাতালটির বেশ কয়েক জনকে ধরে করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এর আগে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালানোর কথা জানায় ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, এই হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল হামাস। যদিও তাদের দাবির পক্ষে তেমন প্রমাণ দিতে পারেনি দখলদার বাহিনী।

এদিকে ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, হাসপাতাল পুড়িয়ে দেওয়া সুস্পষ্ট যুদ্ধাপরাধ। যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের মদদে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করছে দখলদার ইসরায়েলি সরকার। তারাও চলমান এই গণহত্যার শরিক।

এদিকে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ লক্ষ ৮ হাজার ৩৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সেখানে দুই মিলিয়ন ফিলিস্তিনিদের জন্য নিরাপদ কোন জায়গা অবশিষ্ট নেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে