ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবিতে শনিবার থেকে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা

২০২৪ ডিসেম্বর ২৭ ০৭:১৮:৪৮
ঢাবিতে শনিবার থেকে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হচ্ছে অষ্টমবারের মতো তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা-২০২৪।

মেলা আগামীকাল শনিবার শুরু হচ্ছে এবং চলবে ৩০ ডিসেম্বর সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বণিক বার্তা ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সম্মেলনে জানানো হয়, ২৮ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।

৩০ ডিসেম্বর বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম সংবাদ সম্মেলনে বলেন, এবারের মেলা ভিন্নভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেমন গল্প-উপন্যাসের বই থাকে, তেমনি ইতিহাস, অর্থনীতি, নীতিনির্ধারণসহ নানা ধরনের অজানা তথ্যের উৎসও তুলে ধরা হয়, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বছর ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিয়েছে। দর্শকরা প্রকাশনীবিদাগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কিনতে পারবেন। বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে