ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিখোঁজ ঢাবি ছাত্র খালেদের ছিলো ‘জিনের আছর’

২০২৪ ডিসেম্বর ২৬ ১৮:৫৬:৩৪
নিখোঁজ ঢাবি ছাত্র খালেদের ছিলো ‘জিনের আছর’

ঢাবি প্রতিনিধি: চারদিন ‘নিখোঁজ’ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসানের ছিলো ‘জিনের আছর’- এমনটাই দাবি করেছেন খালেদের বাবা লুৎফর রহমান। যদিও খালেদের দাবি, তিনি এ বিষয়ে (জিনের আচর) আগে থেকে জানতেন না।

লুৎফর রহমান বলেন, ‘খালেদের ছোট থেকে জিনের আছর ছিল। ৯ম বা ১০ম শ্রেণিতে থাকাকালীন সে একবার এরকম নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে কয়েকদিন পরে তাকে পাওয়া যায়; কিন্তু এই বিষয়টি আমরা খালেদকে জানাই নাই।'

ডাক্তারের বরাত দিয়ে খালেদের বাবা জানান, ‘সে বর্তমানে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।’

ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবার দৃষ্টি ফেরাতে এতো দিন আত্মগোপনে থাকার অভিযোগের ব্যপারে জানতে চাইলে খালেদ বলেন, ডাকসু নিয়ে এখনও আমার কোনো পরিকল্পনা নেই। আমি দাঁড়াবো কি না সেটি এখনও ঠিক করিনি। তবে যদি দাঁড়াই তার জন্য আমাকে এ ধরনের পথ বেছে নিতে হবে এমনটি আমার মনে হয় না। তবে ডাকসু নিয়ে আমার এখনও কোনো প্ল্যান নেই।'

খালেদ এখন এই সমস্যার জন্য নিজের মানসিক অবস্থাকেই দায়ী করছেন। যদিও তার বক্তব্যে অনেকটা গড়মিল লক্ষ্য করা গেছে। তিনি এর আগে দাবি করেছেন, সুনামগঞ্জ, পঞ্চগড় ও বরিশাল ঘুরেছেন। কিন্তু এখন তার দাবি, চট্টগ্রাম, পঞ্চগড় ও সুনামগঞ্জ ঘুরেছেন।

তিনি বলেন, ‘পঞ্চগড়ে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। আমার সাথে চারজন ছিলো।’

কিছু মনে করতে না পারলে, ভাত খাওয়া; সাথে চারজন থাকা এসব কিভাবে বলতে পারছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ এখন ঠিকমতো কোনোকিছু মনে করতে পারছি না।’

এর আগে খালেদ নিখোঁজ হওয়ার চারদিন পর গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নিজ হলে ফিরে আসেন। এরপর দু’দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার নিখোঁজ হওয়া এবং ফিরে আসার তথ্যে শিক্ষার্থীদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। প্রশ্ন উঠেছে, খালেদ গুম হয়েছিলেন নাকি নিজেই আত্মগোপনে ছিলেন। অনেকের দাবি, প্রচারের জন্য আত্মগোপনে ছিলেন খালেদ। এসব প্রশ্নের জবাব দিতে আজ বৃহস্পতিবার বিকালে বাবাসহ সংবাদ সম্মেলনে আসেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে