ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জুলাইয়ের শহীদদের স্মরণে ঢাবিতে কোরআন তেলাওয়াতের আয়োজন শিক্ষার্থীদের

২০২৪ ডিসেম্বর ২৬ ১৮:১৭:৩০
জুলাইয়ের শহীদদের স্মরণে ঢাবিতে কোরআন তেলাওয়াতের আয়োজন শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই আয়োজন করা হয়।

কর্মসূচির আয়োজন কারী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল আহাদ বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনায় আমরা গুটিকয়েক শিক্ষার্থী কোনরকম আড়ম্বরতা ছাড়াই ক্ষুদ্র অথচ সুদূরপ্রসারী আয়োজন করতে সক্ষম হয়েছি।”

আরেক আয়োজক আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ‘‘আইন বিভাগ আসলে আন্দোলনের একজন সহযোদ্ধা ও পবিত্র কুরআনের একজন হাফেজ হিসেবে সবসময়ই ইচ্ছা ছিলো আমার জায়গা থেকে আমাদের শহীদ ভাইদের জন্য কিছু করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কুরআনে হাফেজ রয়েছেন। সুতরাং আমি চেয়েছি, তাদের নিয়ে, আমার শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনায় কিছু করতে , সে চিন্তা থেকেই আমার এই সামান্য পদক্ষেপ।’’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে