ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সেনাবাহিনীর প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ৩০ ১৩:১৩:৫৭
সেনাবাহিনীর প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অর্থের অর্ধেকেরও কম ব্যয়ে ঘর নির্মাণ করে মানবিক সহায়তার এক অনন্য নজির স্থাপন করেছে। এ প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ২২টি উপজেলার হাজার হাজার ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এসব এলাকার যেসব পরিবার পুরোপুরি গৃহহীন হয়ে পড়েছিল, তাদের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনায় একটি বিশেষ আবাসন প্রকল্প গ্রহণ করা হয়।

প্রকল্পটির আওতায় ৩০০টি ঘর নির্মাণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেনাবাহিনীর ২৪ ও ৩৩ ডিভিশনের কর্মকর্তা ও সদস্যরা এই কাজের দায়িত্ব নিয়ে মাত্র ২৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ সম্পন্ন করেন।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক ইউনূস সেনাবাহিনীর দক্ষতা, নিষ্ঠা ও মানবিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “জাতীয় যে কোনো দুর্যোগে সেনাবাহিনীকে পাশে পাবেন দেশের মানুষ—এটাই তাদের প্রতি আমাদের আস্থা ও প্রত্যাশা।”

অনুষ্ঠানে জানানো হয়, ফেনীর ৬টি উপজেলায় ১১০টি, নোয়াখালীর ৭ উপজেলায় ৯০টি, কুমিল্লার ৬ উপজেলায় ৭০টি এবং চট্টগ্রামের ৩ উপজেলায় ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে। অনুমোদিত দুটি মডেলে (৪৯২ ও ৫০০ বর্গফুট) এসব ঘর নির্মাণ করা হয়।

চাবি বিতরণ অনুষ্ঠানে ঘরপ্রাপ্ত ক্ষতিগ্রস্তরা আবেগঘন কণ্ঠে জানান, বন্যায় সবকিছু হারিয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছিলেন। সেনাবাহিনীর সহায়তায় পুনরায় ঘর পেয়ে তাঁরা এখন স্বস্তি ও নিরাপত্তা অনুভব করছেন। এজন্য তাঁরা প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে