ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ফের ১২ ঘণ্টার আলটিমেটাম ববি শিক্ষার্থীদের

২০২৫ এপ্রিল ৩০ ১২:১০:৩৬
ফের ১২ ঘণ্টার আলটিমেটাম ববি শিক্ষার্থীদের

ডুয়া ডেস্ক: চার দফা দাবি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেন কয়েক শতাধিক শিক্ষার্থী। এতে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। শিক্ষার্থীদের সঙ্গে প্রায় চার ঘণ্টা আলোচনা শেষে তারা ফের ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। তবে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

অবস্থানে অনড় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। তারা জানান, দীর্ঘদিন ধরেই চার দফা দাবি জানিয়ে আসছেন কিন্তু প্রশাসনের নিরবতায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থী জাহিদ সাকিন বলেন, "উপাচার্যের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা বারবার বলছি। তাকে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু তিনি কোনোরকম কর্ণপাত করছেন না। একজন উপাচার্য কীভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারেন?"

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের ভাষ্য, "এটা বহু সমস্যার সম্মিলিত বিস্ফোরণ। প্রশাসন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোর প্রতি উদাসীন থেকেছে।"

আরেক আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, "উপাচার্য এসিতে বসে আছেন আর আমরা সংকটে আছি। তাকে পাওয়া যায় না, তিনি মাসের পর মাস ঢাকায় থাকেন। সরকার কি তাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে বেতন দেয়?"

এর আগে মঙ্গলবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তার দপ্তরে তালা লাগিয়ে দেন। পরে উপাচার্য বন্দর থানার ওসিকে ফোন করে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এরপর ২৪ এপ্রিল ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’ নামক সংগঠন চার দফা দাবি আদায়ের জন্য দুই দিনের আলটিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

শিক্ষার্থীদের চার দফা দাবি:

১. ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার

২. তাকে সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলে পুনর্বহাল

৩. আওয়ামী লীগের পদধারী রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণ

৪. ফ্যাসিবাদ ও স্বৈরাচারপন্থী শিক্ষক-কর্মচারীদের অপসারণ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে