ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

২০২৫ এপ্রিল ৩০ ১১:১২:৪০
টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

ডুয়া ডেস্ক: টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়া সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন – এমনই ঐতিহাসিক রায় দিয়েছেন আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার সকালে এই রায় দেন। এর ফলে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পেছনের প্রেক্ষাপট২০১৭ সালের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ের একটি আদেশ হাইকোর্ট অবৈধ ঘোষণা করে। আদেশে বলা হয়েছিল, যারা দুই বা ততোধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা আর নতুন পে-স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেড পাবেন না। শুধু একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেডপ্রাপ্তরা একটিমাত্র উচ্চতর গ্রেড পাবেন।

এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলেও তা চূড়ান্ত হয়নি। এবার আপিল বিভাগ তা নিশ্চিত করল।

মূল পে-স্কেলের বিধান

নতুন পে-স্কেল অনুযায়ী, একই পদে ১০ বছর চাকরির পর পদোন্নতি না পেলে একজন সরকারি কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে ১১তম বছরে একটি এবং ১৭তম বছরে আরও একটি করে সর্বমোট দুটি উচ্চতর গ্রেড পাবেন। এই ব্যবস্থা মূলত পদোন্নতির সীমিত সুযোগ থাকা কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে চালু করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অবস্থান

২০১৭ সালের ২১ সেপ্টেম্বর জারি করা অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছিল, টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাওয়া কর্মচারীরা নতুনভাবে উচ্চতর গ্রেড পাবেন না। পরিপত্র অনুযায়ী সুবিধাগুলো ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে কার্যকর হবে না বলেও উল্লেখ ছিল।

এই পরিপত্রের সুস্পষ্ট ব্যাখ্যার অভাবেই বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে