ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ছুটির ৩ দিনে রাজধানীতে টানা সমাবেশ

২০২৫ এপ্রিল ৩০ ১০:৫২:৫৭
ছুটির ৩ দিনে রাজধানীতে টানা সমাবেশ

ডুয়া ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এ সময় ঢাকায় তিনটি রাজনৈতিক দল ও সংগঠন পৃথক পৃথকভাবে বড় আকারের জনসমাবেশ আয়োজন করেছে। ফলে রাজধানীতে এই কয়েক দিনে ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা রয়েছে।

প্রথম দিন (১ মে): আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে ঢাকা ছাড়াও আশপাশের জেলা—নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও টাঙ্গাইল থেকে নেতাকর্মীরা যোগ দেবেন।

দ্বিতীয় দিন (২ মে): শুক্রবার আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিন (৩ মে): শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ একাধিক দাবি তুলে ধরবে। সভায় সভাপতিত্ব করবেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।

হেফাজতের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে করা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার, ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ ও ২০২৪ সালের ঘটনাগুলোর ‘নিহতদের হত্যার বিচার’, নারীনীতি ও সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের নিপীড়নের প্রতিবাদ।

এই তিন দিনের রাজনৈতিক কর্মসূচি ঢাকার জনজীবনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে