ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান সীমান্তে বেদনাদায়ক দৃশ্য : মা ফিরছেন, সন্তান থাকছে ভারতে

২০২৫ এপ্রিল ৩০ ০৯:৫০:৫৯
ভারত-পাকিস্তান সীমান্তে বেদনাদায়ক দৃশ্য : মা ফিরছেন, সন্তান থাকছে ভারতে

ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত বৃহস্পতিবার পাকিস্তানিদের জন্য ভিসা সুবিধা বাতিল করে দেয়। পাল্টা ব্যবস্থা হিসেবে পরদিন পাকিস্তানও ভারতীয়দের জন্য একই সিদ্ধান্ত নেয়। ফলে উভয় দেশ একে-অপরের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

এই সিদ্ধান্তের কারণে ভারতে থাকা অনেক পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফিরে যেতে হয়েছে। কিন্তু অনেকেই ভারতে রেখে যেতে বাধ্য হয়েছেন তাদের সন্তান বা স্বামীকে। সীমান্তে এমন বিদায়ের দৃশ্য ছিল অত্যন্ত বেদনাদায়ক ও আবেগঘন। অনেক মা তাদের শিশু সন্তানকে রেখে কাঁদতে কাঁদতে বিদায় জানান। স্ত্রীকে বিদায় জানিয়ে চোখের জল ফেলেন স্বামীরাও। এই করুণ মুহূর্তের ছবি তুলে ধরে বার্তাসংস্থা এএফপির আলোকচিত্রীরা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন সীমান্তে মানবিক ট্র্যাজেডির নির্মম বাস্তবতা।

এই পরিস্থিতিতে উভয় দেশের সরকারের কূটনৈতিক সমঝোতার অভাবের কারণে ভেঙে পড়েছে অনেক পরিবার।

ছবিতে আরও দেখুন-

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে