ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত

২০২৫ এপ্রিল ২৯ ২৩:১৪:৫৩
বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২২ জন কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদের মধ্যে ১৪ জন কর্মরত ব্যক্তি মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) কমিশন সভায় এই হঠাৎ বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিএসইসির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে বরখাস্তকৃত এক কর্মকর্তা জানান, কমিশন সভায় এজেন্ডা নির্ধারণ না করেই ২২ জন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে ১৪ জন মামলার আসামি।

আরেক কর্মকর্তার তথ্যমতে, কমিশন সভায় কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রশাসনিক নির্দেশনা এখনও প্রদান করা হয়নি, যা আগামীকাল হতে পারে।

সগত ৪ মার্চ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বিএসইসি দাবি করেছে, তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ফৌজদারী ব্যবস্থা গ্রহণের কথা শোনা যাচ্ছে।

এই বরখাস্তের ঘটনার ফলে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সাইফুর রহমানকে অবসরে পাঠানোর পর কর্মকর্তারা চেয়ারম্যান ও কমিশনারের কাছে দাবি জানাতে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেছিলেন। জানা গেছে, কর্মকর্তাদের অবরোধের ফলে কমিশনের সদস্যদের সেনাবাহিনীর সহায়তায় কার্যালয় ত্যাগ করতে হয়েছে।

এছাড়াও, বিএসইসির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে, যার মধ্যে সাইফুর রহমান আগে থেকেই অব্যাহতি পেয়েছেন। আরেক নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ইতোমধ্যে পদত্যাগ করেছেন। বর্তমানে ১৪ জন কর্মকর্তার জামিন দেওয়ার পর তাদের কাজে ফিরেছেন।

জামিন পাওয়া ১৪ কর্মকর্তা হলেন— বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭), নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আবদুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে