ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বস্ত্র খাতে মুনাফা বেড়েছে ১২ কোম্পানির

২০২৫ এপ্রিল ২৯ ২২:১১:১৪
বস্ত্র খাতে মুনাফা বেড়েছে ১২ কোম্পানির

ডুয়া নিউজ : দেশের শেয়রবাজার বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি এ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে ইপিএস বেড়েছে ১২টি কোম্পানির। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, শাশা ডেনিমস লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইলস, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, তশরিফা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল মিলস, স্টাইলক্রাফট, আর্গন ডেনিমস, এনভয় টেক্সটাইলস, মোজাফ্ফর হোসেনস্পিনিংএবং মতিন স্পিনিং লিমিটেড।

আলিফ ইন্ডাস্ট্রিজ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭২ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৭০ পয়সা।

শাশা ডেনিমস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯২ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইলস

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২০ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২ পয়সা।

তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে ৫ পয়সা লোকসান হয়েছিল।

দেশ গার্মেন্টস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়েও ইপিএস ছিল ৪৮ পয়সা।

দুলামিয়া কটন

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১৬ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১৮ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩০ পয়সা।

তশরিফা ইন্ডাস্ট্রিজ

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০৮ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা।

কুইন সাউথ টেক্সটাইল

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১১ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৩ পয়সা।

স্টাইলক্রাফট

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৪ পয়সা লোকসান হয়েছিল। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ২ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছিল।

আর্গন ডেনিমস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা।

এনভয় টেক্সটাইলস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ টাকা ২৬ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।

মতিন স্পিনিং

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৭ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৪-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৫৬ পয়সা।

মোজাফ্ফর হোসেন

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪–মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা।

আলোচ্য তিন তিন প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ৪১ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ২০ টাকা ৩৯ পয়সা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে