ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সুখবর পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

২০২৫ এপ্রিল ২৯ ১৮:০৩:৪৫
সুখবর পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

ডুয়া ডেস্ক: বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’

শিক্ষক-কর্মচারীরা ২০২৫ সালের ১ মে থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

প্রতিমাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি নির্দিষ্ট অংশ পরিশোধ করে। এমপিও বা মান্থলি পে-অর্ডার হলো একটি ব্যবস্থা, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ প্রদান করে সরকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে