ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার

২০২৫ এপ্রিল ২৯ ১৬:৪৮:০৭
কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার

ডুয়া নিউজ : ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় আটক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থী। তাদের এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা হলেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (১৪তম আবর্তন) তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদ।

এছাড়া তাদের এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও আবাসিক হলে থাকার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী বলেন, সব সিন্ডিকেট সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ একজন বহিরাগতকে আটক করে প্রক্টোরিয়াল বডি।

পরবর্তীতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে এবং আরেকজনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে