ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির জয়

২০২৫ এপ্রিল ২৯ ১৩:৩৮:৪৮
কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির জয়

ডুয়া ডেস্ক: সম্প্রতি কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টি জয়ী হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) আলজাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাবের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু এবং দেশটির জাতীয় নির্বাচনে লিবারেল পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে জয় লাভ করেছে।

সোমবার গভীর রাতে কানাডার জাতীয় সম্প্রচার মাধ্যম সিবিসি ও সিটিভি নিউজ জানিয়েছে, ৩৪৩ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করবে। তবে এখনও নিশ্চিত নয় যে, তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছে কিনা। যদি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া যায় তবে সরকার গঠনে তাদের কিছু ছোট দলের সমর্থনের প্রয়োজন হতে পারে।

অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদ হিসেবে নির্বাচনী প্রচারে মার্ক কার্নি নিজেকে কানাডার স্বার্থরক্ষার শক্ত নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন, বিশেষত ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্যনীতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে। তার প্রচারণা ছিল, যেখানে কানাডা এই জটিল পরিস্থিতিতে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন।

এর আগে ডিসেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। ট্রুডো এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছিলেন, ট্রাম্পের বাণিজ্য ও অভিবাসন নীতির কারণে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে