ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই

২০২৫ এপ্রিল ২৯ ১২:৫১:৪৭
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই

ডুয়া ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদালতে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির দুটি পৃথক মামলায় সাজার রায় রয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার দুইটি বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন। তিনি জানান, আত্মসমর্পণের পর জামিন আবেদন করেছেন তুহিন।

দুই মামলার মধ্যে কর ফাঁকির মামলার শুনানি শেষ হয়েছে এবং এতে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন শুনানি চলমান রয়েছে।

২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) গুলশান থানায় তুহিনের বিরুদ্ধে এই দুটি মামলা দায়ের করে। ২০০৮ সালে কর ফাঁকির মামলায় তাকে দুটি ধারায় যথাক্রমে তিন ও পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে সাজা একত্রে চলার কারণে তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে।

একই বছর অবৈধ সম্পদের মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে