ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

হুতিদের ক্ষে-পণা-স্ত্রের তাড়া খেয়ে সাগরে ডুবলো সর্বাধুনিক মার্কিন যু-দ্ধবিমান

২০২৫ এপ্রিল ২৯ ১২:২২:৪৮
হুতিদের ক্ষে-পণা-স্ত্রের তাড়া খেয়ে সাগরে ডুবলো সর্বাধুনিক মার্কিন যু-দ্ধবিমান

ডুয়া ডেস্ক: ইয়েমেনে হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে ডুবে গেছে। প্রতিটি বিমানের মূল্য প্রায় ৬ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৯ কোটি টাকা।

সোমবার (২৮ এপ্রিল) ভোরে ইয়েমেনে হামলা শেষে ফেরার পথে বিমানটি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরীতে নামতে গিয়ে সাগরে পড়ে। পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। খবর সিএনএনের।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এড়াতে রণতরীটি হঠাৎ দিক পরিবর্তন করলে বিমানটি ভারসাম্য হারিয়ে পড়ে যায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হামলার পর হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে রণতরীতে পাল্টা হামলা চালায়। যদিও এগুলো সরাসরি আঘাত হেনেছে কিনা তা নিশ্চিত নয়। এক নাবিক সামান্য আহত হয়েছেন।

এই ঘটনার সময় ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লোহিত সাগরে অবস্থান করছিল এবং এখনও অভিযান চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

ইয়েমেনের সাদা প্রদেশে ওই দিন মার্কিন বিমান হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়। এতে অন্তত ৬৮ জন নিহত ও ৪৭ জন আহত হন। হুথি নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয়কেন্দ্রটি আইওএম ও রেডক্রসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। হুথিরা এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

হুথি টেলিভিশনে প্রচারিত ফুটেজে আশ্রয়কেন্দ্রে ধ্বংসযজ্ঞ এবং আহতদের হাসপাতালে নেওয়ার দৃশ্য দেখা যায়। একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত না হওয়ায় বিশেষজ্ঞ দল সেটি নিষ্ক্রিয় করে।

ইয়েমেনি বাহিনীর তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ১,২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে, যাতে ১,৩০০ জনের বেশি নিহত বা আহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজা যুদ্ধের প্রেক্ষিতে হুথিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে ইসরাইল ও মিত্র দেশগুলোর জাহাজে হামলা চালিয়ে আসছে। যুদ্ধবিরতির পর কিছুদিন হামলা বন্ধ থাকলেও ইসরাইল আবার গাজায় আক্রমণ শুরু করলে হুথিরাও নতুন করে হামলা শুরু করে। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইয়েমেনে হামলা চালাচ্ছে, যার ফলে ব্যাপক ক্ষতি ও বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে