ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না : সিইসি

২০২৫ এপ্রিল ২৯ ১২:০২:১১
রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না : সিইসি

ডুয়া ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক নেতাদের সহযোগিতা ছাড়া কোনও উদ্যোগ বাস্তবায়ন করা হবে না।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আমরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ও শিক্ষা বিবেচনায় নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাই। তবে রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থন না পেলে কোনও কিছুই বাস্তবায়ন হবে না।”

তিনি আরও বলেন, “বিশ্বের অনেক দেশেই প্রবাসীদের ভোটাধিকার রয়েছে। আমাদের পাশের দেশ ভারতও এখনো এটি চালু করতে পারেনি নানা প্রতিবন্ধকতায়। তবে আমরা চাই সীমিত আকারে হলেও এ প্রক্রিয়ার সূচনা হোক। মানুষের আস্থা অর্জন এবং খরচ সাশ্রয়ী পদ্ধতি বিবেচনায় নিয়ে আমরা এগোতে চাই।”

সেমিনারে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা ভোট না দিলে ভোট কাস্টিং হার কমে যায়। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই উৎসবে প্রবাসীদেরও অন্তর্ভুক্ত করতে চাই।”

সেমিনালে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে