ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পাক-ভারত সীমান্তে টানা গোলাগুলি চলছেই, উত্তেজনা চরমে

২০২৫ এপ্রিল ২৯ ০৯:৪২:৩৫
পাক-ভারত সীমান্তে টানা গোলাগুলি চলছেই, উত্তেজনা চরমে

ডুয়া ডেস্ক: কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এ সংঘর্ষ ঘটে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত পাঁচ রাত ধরেই সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে। এনডিটিভি আরও দাবি করেছে, কুপওয়ারা, বারামুল্লা এবং আখনূর সেক্টরের বিপরীতে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুঁড়েছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা "সংযত ও কার্যকর" জবাব দিয়েছে বলে জানানো হয়েছে।

তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি এবং দেশটির সংবাদমাধ্যমেও এ নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিকবার ভারতীয় চৌকির দিকে গুলি ছোঁড়ে পাকিস্তানি সেনারা। যদিও এ পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি।

এই গোলাগুলি এমন সময় হচ্ছে, যখন কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন—২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা। ওই হামলার জেরে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে পড়েছে।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, ভারত সিন্ধু নদী পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। এর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি, উভয় দেশই একে অপরের নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সীমান্তে চলমান গোলাগুলি ও সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে