ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পররাষ্ট্র সচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০২৫ এপ্রিল ২৮ ২১:১৭:১৯
পররাষ্ট্র সচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ডুয়া ডেস্ক: পররাষ্ট্রসচিব মো. জসীম উ‌দ্দ‌নের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের হাইকমিশনার সচিবের দপ্তরে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন। পরে দপ্তর থেকে বের হওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি আলোচনার বিষয়ে কিছুই বলেননি। এ ছাড়া এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

স‌চি‌বের দপ্তরে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন পাকিস্তানের হাইকমিশনার। পরে দপ্তর থে‌কে বে‌রি‌য়ে যাওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষমান সাংবাদিকদের তিনি আলোচনা নি‌য়ে কিছুই ব‌লেন‌নি। এ ছাড়া এ বিষ‌য়ে এখ‌নও কো‌নো বক্তব্যও দেয়‌নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, গতকাল রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “আলাপ-আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। দেশ দুটি চাইলে বাংলাদেশ তাদের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। তবে তার আগে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে