ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ভারত সামরিক আক্রমণ চালাতে পারে; আশঙ্কা পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

২০২৫ এপ্রিল ২৮ ২০:৫৮:১১
ভারত সামরিক আক্রমণ চালাতে পারে; আশঙ্কা পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

ডুয়া ডেস্ক: কাশ্মিরে পর্যটকদের ওপর প্রাণঘাতী বন্দুক হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রতিবেশী ভারত দেশটির বিরুদ্ধে সামরিক আক্রমণ চালাতে পারে।

আজ সোমবার (২৮ এপ্রিল) পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি বলেন, ‘দেশের অস্তিত্ব রক্ষার প্রয়োজন হলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও বিবেচনা করতে পারে।’

গত মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন।

এই ঘটনায় হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়ে উঠেছে।

কাশ্মিরে দীর্ঘদিন ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করে আসছে ভারত। হিমালয় সংলগ্ন এই বিতর্কিত ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দুই দেশ অতীতে দুইবার যুদ্ধেও জড়িয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ‘‘আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি।’’

তিনি বলেন, “কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি-ধামকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে।”

ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি তিনি।

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতোমধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছে। তবে ইসলামাবাদ এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

খাজা আসিফ বলেন, “পাকিস্তান উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।”

তিনি বলেন, “আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনও হুমকি তৈরি হলে কেবল পারমাণবিক অস্ত্রের অস্ত্রাগার ব্যবহার করা হবে।”

সূত্র: রয়টার্স

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে