ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ইস্টার্ন লুব্রিকেন্টসের অস্বাভাবিক দাম বৃদ্ধি, তদন্তের নির্দেশ

২০২৫ এপ্রিল ২৮ ১৮:০৮:৪০
ইস্টার্ন লুব্রিকেন্টসের অস্বাভাবিক দাম বৃদ্ধি, তদন্তের নির্দেশ

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির শেয়ারের দাম মাত্র ১৬ কার্যদিবসে বেড়ে ১ হাজার ২৪৬ টাকা বা ৯৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং লেনদেনে কোনো কারসাজি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসারকে (সিআরও) তদন্ত কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন ৩০ কর্মদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার বিএসইসির সার্ভেল্যান্স বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।

তদন্ত কার্যক্রম পরিচালনা সময় যাতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধি (এআর), কমপ্লায়েন্স অফিসার এবং সিইওদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ারমূল্য ছিল ১ হাজার ৩৩৭ টাকা ৬০ পয়সা, যা ১৫ এপ্রিল বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫৮৪ টাকা ৫০ পয়সায়। গতকাল রবিবার শেয়ারটির লেনদেন হয় ২ হাজার ২৯০ টাকা ৭০ পয়সায় এবং আজ সোমবার শেয়ারটি ২ হাজার ১৯৫ টাকায় ক্লোজিং হয়েছে।

শেয়ারটির দাম বৃদ্ধি ছাড়াও লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২৭ ফেব্রুয়ারি শেয়ারটির লেনদেন পরিমাণ ছিল মাত্র ৩ হাজার ৪২টি, যা ২৪ মার্চ ৫৩ হাজার ৪৩৮টিতে পৌঁছেছে।

বিএসইসির একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, "কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি চলছে এবং বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে।"

ডিএসইর সিআরওকে পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, শেয়ারমূল্য এবং লেনদেনে অস্বাভাবিক পরিবর্তন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১ এবং আচরণবিধির বিধি ৬ ও ৮ অনুসারে তদন্ত করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে