ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বড় দুঃসংবাদ পেল ফেসবুক ব্যবহারকারীরা

২০২৫ এপ্রিল ২৮ ১৫:৩১:৩৭
বড় দুঃসংবাদ পেল ফেসবুক ব্যবহারকারীরা

ডুয়া ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। স্প্যাম ঠেকাতে এবার আরও কড়াকড়ি আরোপ করছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে কিংবা ছবির সঙ্গে অপ্রাসঙ্গিক দীর্ঘ ক্যাপশন দিয়ে অ্যালগোরিদমকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সেই পোস্ট থেকে আর কোনোভাবে আয় করা যাবে না। এসব কনটেন্ট শুধুমাত্র ফলোয়ারদের টাইমলাইনে দেখা যাবে, তবে মনেটাইজেশনের আওতায় আসবে না।

মেটা বলছে, স্প্যামধর্মী কনটেন্ট কেবল তথ্যদূষণই করে না, এটি মানুষের মত প্রকাশের স্বাধীনতাকেও ক্ষতিগ্রস্ত করে। ফলে যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তাদের আয় বন্ধ করে দেওয়া হবে। গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্ট বা পুরো অ্যাকাউন্টও মুছে ফেলা হতে পারে।

এছাড়াও পরীক্ষামূলকভাবে একটি নতুন ফিচার চালু করেছে মেটা, যার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো অপ্রয়োজনীয় বা স্প্যাম মন্তব্য সরাসরি রিপোর্ট করতে পারবেন। পেইজ পরিচালকদের জন্যও এসেছে নতুন মডারেশন টুল, যা স্বয়ংক্রিয়ভাবে ভুয়া নাম বা অ্যাকাউন্ট থেকে করা মন্তব্য লুকিয়ে রাখবে।

মেটা জানায়, কৃত্রিম উপায়ে ভিউ বা আয় বাড়ানোর যে অনৈতিক পন্থা বহু ব্যবহারকারী নিচ্ছেন, সেটি রুখতেই তাদের এই পদক্ষেপ। তাদের লক্ষ্য—ফেসবুকে আরও বেশি মূলবান ও মানসম্মত কনটেন্টকে প্রাধান্য দেওয়া।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে